insta logo
Loading ...
×

মনে মনে মেঘ, পুজোয় অসুর বৃষ্টি!

মনে মনে মেঘ, পুজোয় অসুর বৃষ্টি!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুজোর মুখে বিক্ষিপ্ত বৃষ্টিই কাদা করতে পারে পুরুলিয়ার পুজো। শুক্রবার জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৭৪ মিলিমিটার। তবে কোথাও শূন্য, কোথাও আবার ঝমঝমিয়ে নামল বৃষ্টি। হুড়ায় হয়েছে সর্বাধিক ২৬ মিলিমিটার। নিতুড়িয়ায় নেমেছে ১৩.২ মিলিমিটার বৃষ্টি । জয়পুর (৪.২ মিমি), সাঁতুড়ি (২.২ মিমি) ও পুঞ্চা (৩ মিমি)-তেও বৃষ্টি হয়েছে সামান্য। বাকি ৮টি স্টেশনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

তাপমাত্রার দিক থেকেও অস্বস্তি থেকে গিয়েছে। এ দিন সর্বোচ্চ উঠেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। তবে ২৪ তারিখ দ্বিতীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২৫ তারিখ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, যা ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত (পঞ্চমী থেকে সপ্তমী) সক্রিয় থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হলেও কলকাতায় মূলত মেঘলা আকাশ, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘‘২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হবে। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (অষ্টমী থেকে দশমী) বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২ অক্টোবর তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।’’

২৩ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Post Comment