নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মদ খেতে টাকা দেয়নি মা। রাগে নিজের মাকেই লাঠি দিয়ে পেটালো ছেলে। ঘটনা পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ রোডের সওদাগর বাঁধ এলাকায়। এলাকার বাসিন্দা নির্যাতিতা জখম আমেনা বিবি পুলিশকে জানান, প্রতিদিন তার ছেলে মদ খাবার জন্য তার কাছ থেকে টাকা চাইতো। বাড়িতে ঝামেলা হতো প্রায় দিনই । মঙ্গলবার দুপুরে তার ছেলে শেখ ইদু আবারও মদ খাওয়ার জন্য টাকা দিতে বলে। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই মহিলাকে গালাগালি দেওয়ার পাশাপশি চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল,ঘুষি মারতে থাকে বলে অভিযোগ। একটি লাঠি নিয়ে এসে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে। ফলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শাশুড়িকে উদ্ধার করতে এসে অভিযুক্তর হাতে প্রহৃত হন বউমা রাজিয়া বিবিও। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জখম শাশুড়ি – বউমাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment