insta logo
Loading ...
×

ভোরবেলা গর্তের পাশে ফিসফিস শব্দ, কাছে গিয়ে চমকে গেলেন পড়াশ্যার বাসিন্দারা!

ভোরবেলা গর্তের পাশে ফিসফিস শব্দ, কাছে গিয়ে চমকে গেলেন পড়াশ্যার বাসিন্দারা!

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

ফের লোকালয়ে অজগর। শুক্রবার সকালে পুরুলিয়ার হুড়া ব্লকের পড়াশ্যা গ্রাম থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করল বন দফতর।

জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের এক প্রান্তে, একটি গর্তে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জ অফিসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন কর্মীরা। তাঁদের তৎপরতায় সাপটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বনদফতর জানিয়েছে, অজগরটি সুস্থ রয়েছে এবং তাকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।

বন বিভাগের এক আধিকারিক জানান, “এই ধরনের অজগর প্রজাতি সাধারণত বনাঞ্চলেই থাকে। সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল।”

স্থানীয়দের মধ্যে প্রথমে আতঙ্ক ছড়ালেও বনকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বন দফতর সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি, কোনও বন্যপ্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরকে খবর দেওয়ার অনুরোধ করেছে।

Post Comment