নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পারিবারিক বিবাদের জেরে দাদাকে এলোপাথাড়ি কোপ মেরে খুন করল ভাই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পাথরডি গ্রামে। খুনের অভিযোগে অভিযুক্ত সোনু কৈবর্তকে সোমবার রাতে গ্রেফতার করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। আজ, মঙ্গলবার ধৃতকে তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ বাধে বছর ৫৩-র ভীম কৈবর্ত ও তার ভাই সোনুর মধ্যে। কথাকাটাকাটির জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে সোনু।
সকালে ভীম যখন গ্রামের এক পুকুরে হাত-মুখ ধুচ্ছিলেন, সেই সময় আচমকাই পেছন থেকে একটি ভোজালি নিয়ে তাঁর উপর চড়াও হয় সোনু। পেছন থেকে এলোপাথাড়ি কোপাতে থাকে দাদার শরীরে। রক্তাক্ত অবস্থায় পুকুরপাড়েই লুটিয়ে পড়েন ভীম। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ভাই।
পরিবারের লোকজন ছুটে এসে ভীমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঘমুন্ডির পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর ভীম কৈবর্তের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার একদিন পর, সোমবার রাতে বাঘমুন্ডির একটি এলাকা থেকে সোনুকে গ্রেফতার করে পুলিশ।
এলাকায় এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হলেও, এমন পরিণতি হবে, তা কেউ কল্পনাও করেননি।
Post Comment