নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
শ্রমিকের কাজে গিয়েছিলেন ভারতের শেষ প্রান্ত তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে । সেখান থেকে ট্রেনে নিজের বাড়ি ফেরার পথে খড়্গপুর থেকে নিখোঁজ ঝালদা ১ নং ব্লক এলাকার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম বিদ্যাধর লোহার। তার বাড়ি ঝালদা থানার গোকুলনগরে ।নিখোঁজের দাদা অজিত লোহার জানান, খড়্গপুরে থাকাকালীন ২৪শে মে মোবাইলে ভাইয়ের সাথে শেষ কথা হয়। তারপর থেকে তার সাথে যোগাযোগ করা যায়নি। বাড়িও পৌঁছায়নি ।মোবাইলেও বন্ধ। সমস্ত বিষয়টি ঝালদা থানাতে জানানো হয়েছে।
Post Comment