সুজয় দত্ত, পুরুলিয়া :
পুরো ট্রেন বাতানুকূল। ডিলাক্স বিভাগের ভারত গৌরব ট্রেনে বিদেশ ভ্রমণের সুপার সুযোগ নিয়ে এলো ভারতীয় রেল।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো ভারতীয় পর্যটকদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসছে ভারতীয় রেলের ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন। আগামী ২৮ জুন ২০২৫ থেকে শুরু হচ্ছে ‘ভারত-ভুটান মিস্টিক মাউন্টেন ট্যুর’। এই ট্যুর যাত্রীদের নিয়ে যাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সৌন্দর্য অতিক্রম করে শান্ত, নির্জন ও সৌন্দর্যে ভরপুর ভুটানের বুকেও।
এই বিশেষ পর্যটন ট্রেন সফরের সূচনা হবে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে। প্রথম গন্তব্য হবে আসামের গৌহাটি, যেখানে পর্যটকেরা দর্শন করবেন নীলাচল পর্বতের কোলে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দির। শক্তিপীঠ হিসেবে পরিচিত এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান।
গৌহাটি থেকে সফর এগোবে পূর্ব ভারতের ‘স্কটল্যান্ড’ নামে পরিচিত শিলঙের দিকে। এখানকার পাহাড়, লেক ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যাত্রীদের মুগ্ধ করবে। এরপর এক দিনের জন্য যাওয়া হবে বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জিতে, যেখানে দেখা যাবে ‘সেভেন সিস্টার্স ফলস’, ‘নোহকালিকাই ফলস’ ও ‘এলিফ্যান্ট ফলস’-এর মত প্রাকৃতিক বিস্ময়।
ভারতের অংশ শেষ করে পর্যটকরা পৌঁছাবেন পশ্চিমবঙ্গের হাসিমারা স্টেশনে, সেখান থেকে সড়কপথে প্রবেশ করবেন ভুটানে। ভুটানের ফুন্টশোলিং হয়ে পৌঁছানো হবে রাজধানী থিম্পুতে। সেখানেই হবে প্রথম রাত্রিযাপন। পরদিন শুরু হবে থিম্পুর বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর ভ্রমণ—মোতিথাং চিড়িয়াখানা, ন্যাশনাল লাইব্রেরি, ঐতিহ্যবাহী চিত্রকলা বিদ্যালয়, হস্তশিল্প বাজার এবং চোয়ে ডজং-এর মতো স্থান ঘুরে দেখা হবে।
এরপর শুরু হবে প্রকৃতিপ্রেমীদের জন্য স্বপ্নের যাত্রা—হিমালয়ের তুষারশুভ্র চূড়াকে ছুঁয়ে পুনাখার পথে যাত্রা। ফো চু ও মো চু নদীর মিলনস্থলে অবস্থিত পুনাখার বিখ্যাত পুনাখা ডজং। দর্শনার্থীদের সামনে উন্মোচিত হবে এক অপূর্ব দৃশ্যপট।

সফরের শেষভাগে পৌঁছানো হবে ভুটানের অন্যতম দর্শনীয় স্থান পারোতে। তার ধাপাবিশিষ্ট ধানক্ষেত, ঐতিহ্যবাহী খামারবাড়ি ও গভীর আধ্যাত্মিক পরিবেশের জন্য পারো বিখ্যাত । এখানে পর্যটকদের জন্য রয়েছে লাম্পেরি রয়্যাল বোটানিক্যাল পার্ক, তামচোগ ল্হাখাং আয়রন ব্রিজ, জাতীয় জাদুঘর এবং ভুটানের সবচেয়ে পরিচিত ও মনোমুগ্ধকর স্থান—টাকসাং ল্হাখাং বা টাইগার্স নেস্ট মনাস্ট্রি পরিদর্শনের সুযোগ।
বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ভুটানের জাতীয় খেলা তীরন্দাজির অভিজ্ঞতা ও ঐতিহ্যবাহী হট স্টোন বাথের মাধ্যমে বিশ্রামের ব্যবস্থা। সব মিলিয়ে, এই সফর একাধারে আনন্দময়, নির্ঝঞ্ঝাট এবং সমৃদ্ধ এক ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে যাত্রীদের জন্য।
ভারতীয় রেলের এই পরিকল্পিত প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে বিলাসবহুল ট্রেনে যাত্রা (বিভিন্ন শ্রেণিতে), থ্রিস্টার হোটেলে রাত্রিযাপন, প্রতিটি দর্শনীয় স্থানের সফর, নির্ভেজাল নিরামিষ খাবার এবং অনবোর্ড ও অফবোর্ড সমস্ত সুবিধা। এই ‘মিস্টিক মাউন্টেন ট্যুর’ নিঃসন্দেহে হতে চলেছে ২০২৫ সালের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক ভ্রমণপথ।
বিশদ তথ্যের জন্য আইআরসিটিসি ওয়েবসাইট দেখতে পর্যটকদের আহ্বান জানিয়েছে রেল।
Post Comment