নিজস্ব প্রতিনিধি, পাড়া:
বিয়ে বাড়িতে এসেছিল যুবক। আর সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো সে। পাড়া থানার হড়কতোড় গ্রামে বুধবার বিকেলে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। মৃতের নাম প্রকাশ রাজোয়ার (৪২)। বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক তার মামাতো ভাইয়ের বিয়েতে মামা বাড়ি এসেছিলেন। সেখানেই এদিন বিকেলে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তড়িঘড়ি আত্মীয়রা তাকে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পাড়া থানার পুলিশ।
Post Comment