নিজস্ব প্রতিনিধি, আড়শা :
দীর্ঘদিন ধরে গ্রামে প্রবেশ করার একমাত্র রাস্তাটি বেহাল। সেই রাস্তা সংস্কারের দাবিতে বারবার গ্রামবাসীরা ছুটে গিয়েছেন ব্লক প্রশাসন থেকে জেলাপ্রশাসনের কাছে । প্রশাসনকে জানিয়েও সুরাহা না হওয়ায় শেষমেশ নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে রাস্তা মেরামত করলেন গ্রামবাসিরা। ঘটনা আড়শা ব্লকের তুম্বা গ্রামে।
আড়শা ব্লকের আড়শা গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রাম তুম্বা ও খেদাডি । আড়শা বাজার থেকে মেরেকেটে দূরত্ব তিন কিমি। বাসিন্দাদের অভিযোগ, সেই রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল। বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকে না চার চাকার গাড়ি। রাস্তা মেরামতের দাবিতে বর্ষার আগে তুম্বা ও খেদাডি দুই গ্রামের তিনশোরও বেশি মহিলা জেলাশাসকের দফতর ও সভাধিপতির দ্বারস্থ হয়েছিলেন। তুলে দিয়েছিলেন স্মারকলিপি । সেই সময় প্রশাসন থেকে আশ্বাস মিলছিল ঠিকই , তারপর সমস্যার আর সমাধান হয়নি।
শেষমেশ গ্রামে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে, রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। বুধবার থেকে জেসিবি মেসিন দিয়ে মেরামত করার পর, বৃহস্পতিবার মোরাম ফেলার কাজ শুরু হয়েছে। এই কাজে তদারকি করছেন গ্রামের মহিলা থেকে পুরুষ সকলেই।
তুম্বা গ্রামের বাসিন্দা বাবলু মাহাত, মনোহর মাহাত বলেন, “বর্ষার দিনে গর্ভবতীদের হাসপাতালে পৌঁছনো দায় হয়ে যায়। অ্যাম্বুলেন্স গ্রামে আসতে চায় না । তখন সমস্যা আরও বাড়ে ।জীবনের ঝুঁকি নিয়েই আমাদের চলতে হয়।” দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানালেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে নিজেরাই চাঁদা আদায় করে , রাস্তা সংস্কারে হাত লাগিয়েছি । এখন দেখার, এরপরেও প্রশাসনের টনক নড়ে কিনা ।











Post Comment