নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
ভয় দেখিয়ে ধর্ষণ করা হলো কিশোরীকে। গোপনে তার আপত্তিকর ভিডিও রেকর্ড করা হলো। তা ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে ফের করা হলো ধর্ষণ। এমন সব অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। অন্যদিকে নির্যাতিতা কিশোরীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবকের বাবা ও মাকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অসীম টুডু। তার বাড়ি পুঞ্চা থানার সিমাগোড়া গ্রামে। নির্যাতিতা কিশোরী গত সোমবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দুই বছর আগে অসীম তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই সময় তার অজান্তে মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে অসীম গত দুই বছর ধরে একাধিকবার তাকে ধর্ষণ করে।
সম্প্রতি ওই কিশোরীকে অপহরণ করে অসীমের বাবা ও মা নিজের বাড়িতে আটকে রাখে এবং পরিবারের বিরুদ্ধে মুখ খুললে চরম ফল ভোগ করার হুমকি দেয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুঞ্চা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত অসীম টুডুকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বাবা ও মাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
Post Comment