insta logo
Loading ...
×

ব্যাঙ্ক কর্মী বলে পরিচয় দিয়েঘরে ঢুকে লুঠপাট কাশিপুরে

ব্যাঙ্ক কর্মী বলে পরিচয় দিয়েঘরে ঢুকে লুঠপাট কাশিপুরে

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

দিনদুপুরে এক গৃহস্থের বাড়িতে ঢুকে আলমারি খুলে সোনার গয়না ও নগদ অর্থ টাকা চুরির ঘটনা ঘটল কাশিপুরে । বৃহস্পতিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১১টা নাগাদ কাশিপুর থানার বেলডাঙা এলাকার বাসিন্দা পিঙ্কি সাহা বাড়িতে একা ছিলেন । সেই সময় তিন জন দুষ্কৃতী বাইকে এসে বাড়িতে ঢুকে
এসবিআই কর্মী হিসাবে নিজেদেরকে পরিচয় দেন। তারপরেই জোর করে আলমারি খুলে নগদ ৭৩ হাজার টাকা ও একটি সোনার হার নিয়ে পালিয়ে যান। ওই সময় আসেপাশে লোকজন কম ছিল। সেই সুযোগে বাইকে চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়। মুখে মাস্ক থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেনি বলে জানাই ওই গৃহবধূ।

Post Comment