নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় নতুন মোড় পুরুলিয়ার বোরো থানার ঝরিয়াডি গ্ৰামে। ওই ঘটনায় এবার এক নাবালককে আটক করল পুলিশ। তার বয়স আনুমানিক ১৫ বছর। বৃহস্পতিবার তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হলে বিচারক নির্দেশে তাকে একটি সংশোধনাগারে পাঠানো হয়েছে।
গত ২০ জুন ঝরিয়াডি গ্রামের একটি ঝোপ থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটিকে প্রথমে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর পরেই ২৮ জুন বোরো থানায় অজ্ঞাত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ।
দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশের হাতে আসে মৃতার পরিচয়। জানা যায়, নিহত তরুণীর নাম শান্তা হাঁসদা (২৮)। তিনি বাঁকুড়া জেলার তালডাঙরা থানার অন্তর্গত বারিডিহি গ্রামের বাসিন্দা। এরপর একাধিক সূত্র ধরে তদন্ত এগোতে থাকে এবং প্রথমে জলেশ্বর মান্ডি নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।
জলেশ্বর মান্ডির দেওয়া তথ্যের ভিত্তিতে কদমপাহা হেমব্রম নামে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে আরও তিনজন—অভিষেক টুডু, বিশ্বজিৎ মান্ডি ও ফুর্গাল মান্ডিকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ঝরিয়াডি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, জলেশ্বর মান্ডির সঙ্গে শান্তা হাঁসদার পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শান্তাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যার প্রকৃত উদ্দেশ্য কী তা জানার চেষ্টা চলছে।
Post Comment