নিজস্ব প্রতিনিধি, মানবাজার ও বান্দোয়ান:
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সমগ্র পুরুলিয়া। প্রবল বৃষ্টির প্রভাবে বিভিন্ন ব্লকের একাধিক এলাকায় জল জমে সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থা সৃষ্টি হয়েছে মানবাজার ২ নম্বর ব্লকের বোরো থানার আঁকরো-রঘুনাথপুর সংযোগকারী রাস্তায়।

এই রাস্তার মাঝখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কালভার্টের উপরে বুধবার রাত থেকেই জল বইছে। ফলে ওই পথ দিয়ে পারাপার করতে গিয়ে স্থানীয় মানুষজনকে পড়তে হচ্ছে চরম ঝুঁকির মুখে। বর্ষার
জলে কালভার্টের উপরের অংশ ঢেকে যাওয়ায় যানবাহন চলাচল তো বটেই, পায়ে হেঁটে পার হওয়াও হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষ কার্যত প্রাণ হাতে নিয়ে ওই কালভার্ট পেরিয়ে যাচ্ছেন। একইভাবে বান্দোয়ান-ঝিলিমিলি রাজ্য সড়কে কুইলাপাল সেতুর উপর দিয়ে বুধবার সন্ধ্যা থেকে বইছে জল। দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে বোরো ও বান্দোয়ানের এই দুই জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার।
Post Comment