insta logo
Loading ...
×

বোরো-র ঝরিয়াডি থেকেক্ষত-বিক্ষত মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোরো-র ঝরিয়াডি থেকেক্ষত-বিক্ষত মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

সুইটি চন্দ্র, পুরুলিয়া ও অমরেশ দত্ত, বোরো:

এক মধ্যবয়স্ক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বোরো থানা এলাকায়। শুক্রবার সকাল ৯ টা নাগাদ
মানবাজার ২ ব্লকের দীঘি গ্রাম পঞ্চায়েতের বোরো থানার ঝরিয়াডি গ্রামের মাঠের কাছে বড় বাঁধের পাশে চাষের জমির পাশ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গেই বোরো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের আশেপাশে কোনো রকম ব্যক্তিগত জিনিসপত্র কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি। মৃত মহিলার আনুমানিক বয়স কত, কয়েকদিন ধরে মৃতদেহ সেখানে পড়ে ছিলো কিনা তা নিশ্চিতভাবে বলতে পারছে না পুলিশ। ফলে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে। মহিলার পরিচয় জানা যায়নি বলেই মৃতদেহের ছবি বিভিন্ন মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কেউ তাকে শনাক্ত করতে পারেন।
বোরো থানার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণও খুঁজে বের করার কাজ চলছে।

Post Comment