insta logo
Loading ...
×

বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে রঘুনাথপুরে আত্মঘাতী যুবক!

বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে রঘুনাথপুরে আত্মঘাতী যুবক!

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:


বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম অভিষেক মিত্র (২৫)। তিনি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত গোবা গ্রামের বাসিন্দা। এই
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোক গ্রাস করেছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, পুরুলিয়ার রঘুনাথপুর-১ নম্বর ব্লকের লছমনপুর এলাকায় গড়ে ওঠা শ্যাম স্টিলের ইস্পাত কারখানার জন্য জমি অধিগ্রহণের সময় স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমিদাতাদের পাশাপাশি এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।
কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এদিকে সোমবার রঘুনাথপুরের শ্যাম স্টিল কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন রঘুনাথপুর মহকুমার বিভিন্ন এলাকার বেকার যুবকেরা। ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অভিষেক মিত্রও। স্মারকলিপি দিয়ে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই মানসিক ভাবে ভেঙে পড়ে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিষেক। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ নিতুড়িয়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে গলার ফাঁস কেটে তাকে উদ্ধার করে নিয়ে যায় হারমাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Post Comment