insta logo
Loading ...
×

বেআইনি মদ বিক্রি করার অভিযোগে আড়শায় গ্রেফতার তিন

বেআইনি মদ বিক্রি করার অভিযোগে আড়শায় গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

অবৈধ মদ বিক্রি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো আড়শা থানার পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন, আড়শা থানার পাতুয়াড়া গ্রামের সন্তোষ কুমার , রঘুনাথ মাঝি ও কদমপুর গ্রামের রেঙ্গু সিং ।বৃহস্পতিবার আড়ষা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে হানা দেয় । অভিযান চালিয়ে সন্তোষ কুমারের বাড়ি থেকে ১৭ বোতল, রঘুনাথ মাঝির বাড়ি থেকে১৮ বোতল ও রেঙ্গু সিং এর বাড়ি থেকে ১৮ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার ধৃত তিন জনকেই জেলা আদালতে তোলা হয়।

Post Comment