নিজস্ব প্রতিনিধি , কেন্দা:
প্রশাসনের নজরকে ফাঁকি দিয়ে কেন্দা থানার বানসা গ্রামে রমরমিয়ে চলছিল চোলাই মদ কারবারিদের বেআইনি মদ ব্যবসা। এই চোলাই মদ বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তৈরি করে বাইরে গিয়ে বিক্রি করেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। বুধবার বেশ কয়েকটি চোলাই মদ তৈরির ডেরায় হানা দেয় কেন্দা থানার পুলিশ ও আবগারি দপ্তর। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল চোলাই মদের ঠেক। এদিন অভিযান চালিয়ে ষাট লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। তারপর বাজেয়াপ্ত হওয়া চোলাই মদ এবং মদের সরঞ্জাম গুলি মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
Post Comment