নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সতীশ চন্দ্র মাহাত, বাড়ি আরাহাঁসা গ্রামে৷
পুলিশ জানায়, শুক্রবার রাতে আরাহাঁসা–ফতেপুর পাকা রাস্তার ধারে চোলাই মদ বিক্রি করছিল সতীশ। গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে।
শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় বেআইনি মদ চক্র রুখতে অভিযান জারি থাকবে।
Post Comment