নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বেআইনি কয়লা বোঝায় ৫ টি স্কুটার বাজেয়াপ্ত করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। কয়েক দিন ধরে রঘুনাথপুর থানার পুলিশের কাছে খবর আসছিল দামোদর নদী পেরিয়ে ঝাড়খন্ড থেকে নৌকায় করে কয়লা নিয়ে আসা হচ্ছে। তারপর দামোদরের রঘুনাথপুরের করগালি ঘাটে বস্তাবন্দি করে ওই সমস্ত কয়লা স্কুটারে চাপিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে।

এই খবরের ভিত্তিতে বুধবার রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখের নেতৃত্বে একটি দল ওই
করগালি ঘাটে হানা দেয়। পুলিশ দেখেই ওই অবৈধ কয়লা কারবারিরা পালিয়ে যায় বলে অভিযোগ। তারপর পুলিশ ওই এলাকা থেকে ৫ টি কয়লা বোঝাই স্কুটার বাজেয়াপ্ত করে। স্কুটার গুলির বস্তাতে আড়াই কুইন্টাল করে বেআইনি কয়লা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Post Comment