নিজস্ব প্রতিনিধি, আড়শা:
মর্গে পড়ে আছে দেহ। গ্রহণ করেনি পরিবারের লোকজন। আড়শার বাসিন্দা বিষ্ণু কুমারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এবার আড়শা বনধের ডাক দিলেন বাসিন্দারা। তাদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে যাওয়ার পর পুলিশের মার খেয়ে নয়ামোড়ের বাসিন্দা বিষ্ণু কুমার বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ফলে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তার আগে মৃতদেহের সুরতহাল করা হয়। করা হয় সেই সুরতহালের ভিডিওগ্রাফি।
পরিবারের অভিযোগ, থানায় বেধড়ক মারধরের জেরে বিষ্ণুর মৃত্যু হয়েছে। পুনরায় ময়নাতদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলে থানায় ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ময়নাতদন্তে মারধরের প্রমাণ মেলেনি, মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতায়।
তবে এই দাবিকে মানতে নারাজ পরিবার ও স্থানীয়রা। মঙ্গলবার বিজেপি নেতৃত্ব মিছিল করে এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায়মাইকিং করে বুধবার ১২ ঘণ্টার আড়শা বাজার বনধের ডাক দেওয়া হয়।











Post Comment