নিজস্ব প্রতিনিধি , কোটশিলা:
বিষক্রিয়ায় মৃত্যু হল এক ২১ বছরের তরুণীর। মৃতার নাম রুক্মিনি কুমার। তার বাড়ি পুরুলিয়ার কোটশিলা থানার অন্তর্গত বামনী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে হঠাৎই রুক্মিনির মুখ দিয়ে গেঁজলা বের হতে দেখে চমকে ওঠেন তাঁর পরিবার। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
চিকিৎসকরা তাঁকে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার ভোররাতে মৃত্যু হয় রুক্মিনির।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। তরুণীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কীভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Post Comment