insta logo
Loading ...
×

বিশাল বটগাছ চুরমার করে দিল বাংলার আবাসের স্বপ্ন

বিশাল বটগাছ চুরমার করে দিল বাংলার আবাসের স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

লাগাতার বৃষ্টির জেরে আলগা হয়ে গিয়েছিল মাটি। আর সেই দুর্বল মাটি থেকে উপড়ে পড়ল এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটি ভেঙে পড়ল খেঁকরিডি গ্রামের এক অসহায় বৃদ্ধার নির্মীয়মান বাড়ির উপর। মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল বাংলার আবাস যোজনার পাকা ঘরের স্বপ্ন। ঘটনাটি ঘটেছে বলরামপুর ব্লকের খেঁকরিডি গ্রামের উপর পাড়ায়। ক্ষতিগ্রস্ত বৃদ্ধার নাম পুস্তি টুডু।

বৃহস্পতিবার দুপুরে পুস্তি টুডু জানান, বুধবার গভীর রাতে প্রবল বর্ষণের মধ্যে রাস্তার ধারে থাকা ওই পুরনো বটগাছটি হঠাৎই ভেঙে পড়ে তাঁর অর্ধনির্মিত বাড়ির উপর। গাছের ভারে ধসে পড়ে চারপাশের চারটি দেওয়াল। কাঠামো ভেঙে গুঁড়িয়ে যায়। তিনি বলেন, “বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে অনেক কষ্টে অর্ধেকটা ঘর তুলেছিলাম। এখন সব ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় কিস্তির টাকাও এখনও পাইনি। এই অবস্থায় নতুন করে কিছু করার কথা ভাবতেও পারছি না।”

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটি তৈরির কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। পাকা বাড়ির স্বপ্নপূরণের মুখে এমন দুর্ভাগ্যজনক ঘটনায় শোকাহত পুরো পাড়া। ঘটনার খবর পেয়ে বলরামপুর বনদপ্তরের কর্মীরা গাছ অপসারণের কাজে নামেন। কিন্তু লাগাতার বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বটগাছটি পড়ে যাওয়ার ফলে খেঁকরিডি গ্রামের উপর পাড়া ও নামা পাড়ার মধ্যে সংযোগকারী রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। পাশাপাশি, গাছ পড়ে বিদ্যুৎ লাইনে ক্ষতি হওয়ায় একটি পাড়ার বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রয়েছে।

বৃদ্ধা পুস্তি টুডু প্রশাসনের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার কথায়, “বাড়ি তো ভেঙেই গেছে, এবার যদি সরকারি সাহায্য না পাই, তাহলে খোলা আকাশের নিচে থাকতে হবে।” স্থানীয় পঞ্চায়েত স্তরেও বিষয়টি জানানো হয়েছে।

Post Comment