insta logo
Loading ...
×

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, বাঘমুন্ডিতে যুবক গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, বাঘমুন্ডিতে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রেমিক। কিন্তু শেষপর্যন্ত বিয়ে করতে অস্বীকার করায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃত যুবকের নাম পরিমল মাহাত, বাড়ি বাঘমুন্ডি থানার অন্তর্গত জিলিং গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ওই তরুণী ও পরিমল। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন পরিমল। কিন্তু সম্প্রতি বিয়ের প্রসঙ্গ উঠতেই তা মানতে অস্বীকার করে ওই যুবক। পরিণতিতে, প্রতারণার শিকার তরুণী মঙ্গলবার বাঘমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে এবং অভিযুক্ত পরিমল মাহাতকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পাশাপাশি, নির্যাতিতা তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

Post Comment