নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। ধৃতের নাম মহেন্দ্র মুর্মু, বাড়ি বলরামপুর থানার অন্তর্গত পুরুডি গ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ২৪ বছর বয়সি এক তরুণী রবিবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত দুই বছর ধরে ওই যুবক ও তার প্রণয়ের সম্পর্ক চলছিল। সেই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু সম্প্রতি বিয়ের প্রসঙ্গ উঠতেই অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে।
অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি প্রদান করেছেন বলে পুলিশ জানিয়েছে।
Post Comment