নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আড়শা বনদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হলো আড়শা ২নং চক্রের নাগড়া প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার অনুষ্ঠানে ছাতিম,নিম, শাল সহ ৫০টি গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন আড়শা বনদপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। ছাত্র ছাত্রীদের কাছে গাছের প্রয়োজনীয়তা সহ গাছগুলো রক্ষার বার্তা দেন বনদপ্তরের আধিকারিক।
Post Comment