নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
বিধানসভা ভোটের আগেই দলের ভিত্তি মজবুত করতে সংগঠন বিস্তারে জোর দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বলরামপুরে একটি ধর্মশালায় আয়োজিত যোগদান সভায় বজরং দল, সিপিএম, কংগ্রেস ও বিজেপি-সহ একাধিক রাজনৈতিক দলের প্রায় ৫৫০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করল জেলা তৃণমূল নেতৃত্ব।
দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব লোচন সরেন ও জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাতো। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের মেন্টর অঘর হেমব্রম, যুব তৃণমূল জেলা সভাপতি গৌরব সিংহ, বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি গৌতম মাহাতো ও ব্লক তৃণমূল নেতৃত্ব।
জেলা সভাপতি রাজীব লোচন সরেন বলেন, “বলরামপুর, বাঘমুন্ডি, আড়শা ও বরাবাজারের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ বিজেপি, কংগ্রেস, সিপিএম ও বজরং দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এতে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ল। যাঁরা দলে এলেন, তাঁদের সম্মানের সঙ্গে কাজের সুযোগ দেওয়া হবে।”
তৃণমূল নেতাদের দাবি, এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হল সাধারণ মানুষ ফের উন্নয়নের পক্ষে। বিজেপি-সহ অন্যান্য দল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন।
তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো। তাঁর কটাক্ষ, “বিজেপি বা বজরং দল থেকে কেউ তৃণমূলে যোগ দেননি। নিজেদের ঘরের লোকজন জড়ো করে ভিড় দেখানো হচ্ছে। এইভাবে দলের শক্তি বৃদ্ধি হয় না।”
তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি, শাসকদলের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই বিরোধী দলের বহু কর্মী তৃণমূলে আসছেন। আগামী দিনে আরও বড়সড় যোগদান পর্বের সম্ভাবনার কথাও জানানো হয়।
Post Comment