insta logo
Loading ...
×

বাল্যবিবাহের বিরুদ্ধে ছৌ মুখোশ পরে নাটক পড়ুয়াদের

বাল্যবিবাহের বিরুদ্ধে ছৌ মুখোশ পরে নাটক পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি , বোরো:

অস্ত্র হয়ে উঠল মুখোশ আর নাচের ছন্দ—পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ এবার হয়ে উঠল সামাজিক বার্তার বাহক। বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়াতে ছৌ নৃত্যের মাধ্যমে পথনাটিকা করে নজর কাড়ল স্কুল পড়ুয়ারা। রবিবার মানবাজার ২ নং ব্লকের গোয়ালাপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই অভিনব প্রচার কর্মসূচি আয়োজিত হয়।

স্কুলের সপ্তম থেকে নবম শ্রেণির ২২ জন ছাত্রছাত্রী অংশ নেয় ওই পথনাটিকায়। অভিনয়, নাচ আর সংলাপে ফুটে ওঠে কিশোরীদের অকালবিবাহের ফল এবং কম বয়সে বিয়ে হলে কীভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা থাকে।

পথনাটিকা পরিবেশিত হয় বোরো-জারাগোড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরডি, গোয়ালাপাড়া, পাথরজল ও রামপুর গ্রামের মোড়গুলিতে। দুর্গম এই এলাকাগুলিতে পৌঁছে সচেতনতার আলো ছড়ানোর এই প্রয়াসে সামিল হন স্কুলের শিক্ষকরা এবং মানবাজার ২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিমান বিট।

গোয়ালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, “এই অঞ্চলের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ছৌ নাচের মাধ্যমে যদি বার্তা পৌঁছায়, তবে তা মানুষ সহজে গ্রহণ করবে। অভিভাবকরাও ভাববেন। আমাদের প্রচার আগামী দিনে আরও বিস্তৃত হবে।”

Post Comment