insta logo
Loading ...
×

বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :

অবৈধভাবে বালি পরিবহনের অভিযোগে বাঘমুন্ডি থানার পুলিশ একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় ট্রাক্টরের চালক জিষ্ণু মাহাতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের সারাইকেল্লা-খরসওয়াঁ জেলার তিরুলডি থানার সাপরুং গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির একটি টহলদারি দল পারশিডি থেকে আটনা গ্রামের দিকে যাওয়ার পথে একটি বালি বোঝাই ট্রাক্টরকে দেখতে পায়। ট্রাক্টরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সেটি থামিয়ে চালকের কাছে বালি উত্তোলন ও পরিবহনের বৈধ নথিপত্র দেখতে চায়।

পুলিশের দাবি, চালক জিষ্ণু মাহাত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয় এবং ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় অবৈধ বালি উত্তোলন ও পাচার রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Post Comment