নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বালি সিন্ডিকেটের চাপে নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার। ঘর বানাতে গেলে হাজার হাজার টাকা বাড়তি গুনাগার দিতে হচ্ছে আম জনতাকে। বালির ঘাটের দায়িত্বে সরকার। অথচ বালির দাম নিয়ন্ত্রণ করতে সরকারের ন্যূনতম ভূমিকা দেখা যাচ্ছে না। যে কোম্পানিগুলো বালির নিলামে সুযোগ পাচ্ছে তারা নিচ্ছে ইচ্ছামত দাম। এমন সব অভিযোগ তুলে আগেই আন্দোলনে নেমেছিল কংগ্রেস। কংগ্রেসের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক নৃপেন মাহাতো তথ্য জানার অধিকার আইন বলে জানতে চেয়েছিলেন, পুরুলিয়া জেলায় বালি খাদান কোথায় কোথায় আছে? কারা এর মালিক? নীলামে কত টাকা দেওয়া হয়েছে? সেই টাকা কোথায় জমা হয়?
জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর অভিযোগ, উত্তর দেয়নি জেলা প্রশাসন। তাদের কাছে তথ্য নেই বলে এড়িয়ে যাওয়া হয়েছে প্রশ্নগুলি। অথচ দায়িত্বপ্রাপ্ত এডিএম সাহেব সই করছেন এগ্রিমেন্টে। কেন এই লুকোচুরি, প্রশ্ন তুলেছেন নেপাল বাবু।
Post Comment