নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বাবাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে গ্রেফতার গুণধর পুত্র। ঘটনা মানবাজার থানার গোপালনগর গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শঙ্কর কর্মকার।
জখম পিতা চিত্ত কর্মকারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে ফিরে তার বাড়ির দরজায় ধাক্কা দেয় বড় ছেলে শঙ্কর কর্মকার। তিনি বাড়ি থেকে বেরিয়ে এলে কয়েকজন প্রতিবেশীকে সাথে নিয়ে তার উপর লাঠি,ইট নিয়ে চড়াও হয় শঙ্কর। অভিযোগ, ছেলের ইটের আঘাতে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি ড্রেনে পড়ে যান। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পারিবারিক ঝামেলার জেরেই এই ঘটনা।
বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।











Post Comment