insta logo
Loading ...
×

বান্দোয়ানে মোটরবাইকের ধাক্কায় হাত ভাঙলো জওয়ানের

বান্দোয়ানে মোটরবাইকের ধাক্কায় হাত ভাঙলো জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

অজ্ঞাত পরিচয় মোটর বাইকের ধাক্কায় হাত ভাঙল এক জওয়ানের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার কুঁচিয়া ক্যাম্পের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদী দমনে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী কাউন্টার এনসারজেন্সি ফোর্স (CIF) বর্তমানে বান্দোয়ান-গালুডি সড়কের পাশে কুঁচিয়া ক্যাম্পে রয়েছে। এদিন রাতে ওই বাহিনীর জওয়ান ইজাজউদ্দিন শেখ ক্যাম্পের বাইরে রাস্তার বেরিয়েছিলেন। ওই সময় একটি অজ্ঞাত পরিচয় মোটরবাইক দুয়ারসিনি দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর ওই ক্যাম্পের অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করেন। সেখান থেকে দ্রুত তাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানায় ওই জওয়ানের ডান হাত ভেঙে গিয়েছে।

Post Comment