insta logo
Loading ...
×

বান্দোয়ানে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ

বান্দোয়ানে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

দুই দিন নিখোঁজ থাকার পর এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বান্দোয়ান থানার খেজুরডি গ্রামে। রবিবার বিকেলে গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ভবন হাঁসদা (৫৫)। তিনি খেজুরডি গ্রামের বাসিন্দা ছিলেন এবং গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Post Comment