insta logo
Loading ...
×

বান্দোয়ানে নাবালিকা নিখোঁজ, প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বান্দোয়ানে নাবালিকা নিখোঁজ, প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি বান্দোয়ান:

পুরুলিয়ার বান্দোয়ানে এক নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ কিশোরীর দাদু। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে ওই নাবালিকা বাড়ি থেকে বান্দোয়ান যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয় সূত্রে তারা জানতে পারেন, একই দিন থেকে তাদের প্রতিবেশী এক যুবকও নিখোঁজ রয়েছে।

পরিবারের অনুমান, ওই যুবকই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরীর কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিখোঁজ কিশোরী ও অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।

Post Comment