নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
যাঁর দান করা জমির উপর গড়ে উঠেছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সেই সমাজসেবী মদন মাহাতোর আবক্ষ মূর্তি বসানো হল স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। রবিবার এক অনুষ্ঠানে এই সিপিএম নেতার মূর্তির উন্মোচন করলেন বান্দোয়ানের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রাজীবলোচন সরেন।
প্রয়াত মদন মাহাতো ছিলেন একাধারে সমাজসেবী ও শিক্ষাপ্রেমী মানুষ। শুধু স্বাস্থ্যকেন্দ্রের জন্য ১৩ বিঘা জমি দানই নয়, বান্দোয়ান ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক স্কুল গড়ে তোলার জন্য জমি দিয়েছিলেন তিনি। তাঁর অবদানে তৈরি হয়েছে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ভিত। সেই মানুষটিকে স্মরণ করতে এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়েছিলেন শাসক ও বিরোধী দুই শিবিরের নেতারাই।
বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, “মদন মাহাতো ছিলেন মানবতার প্রতীক। তাঁর দানেই আজ বান্দোয়ান ও আশেপাশের মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এই মূর্তি বসিয়ে আমরা গর্বিত। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে দেখে অনুপ্রাণিত হবে।”
এই মূর্তি বসানোর উদ্যোগে সামিল ছিলেন বান্দোয়ান ব্লক তৃণমূল সভাপতি জগদীশ মাহাতো ও স্থানীয় নেতা রঘুনাথ মাঝি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্বও। সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক শক্তিপদ দাস বলেন, “মদন মাহাতোর অবদান আজও বান্দোয়ানকে আলাদা পরিচয় দেয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তিনি যা করে গেছেন, তা চিরস্মরণীয়।”
মূর্তিটি বসানো হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথের পাশে, যেন প্রতিদিন অসংখ্য মানুষের চোখে পড়ে যায় এই সমাজসেবীর মুখ। উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ বাসিন্দারাও। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন পরে হলেও এই উদ্যোগে তাঁরা খুশি।
এক সময় সিপিএমের জেলা পরিষদ সদস্য ও মানবাজার জোনাল কমিটির নেতা হিসেবে মদন মাহাতো রাজনৈতিক জীবনে যেমন নিষ্ঠা দেখিয়েছেন, তেমনি ব্যক্তি জীবনে সমাজের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। স্থানীয় তৃণমূল কর্মীদের কথায়, জীবদ্দশাতে এই কর্মবীরকে সম্মান দেয়নি তাঁর দল। মৃত্যুর পর বাড়ির কাছে একটা আবক্ষ মূর্তি করে কোনভাবে দায় সেরেছিল সিপিএম। এই মূর্তি বসানো তাই কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এলাকার মানুষের কৃতজ্ঞতার প্রতীক হয়ে থাকল।
Post Comment