নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বান্দোয়ান কোল্ড স্টোর চুরির ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত যুবক। শনিবার রাতে বান্দোয়ান থানার পুলিশ চিরুগোড়া গ্রামের বাসিন্দা বাদল হেমব্রমকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কোল্ড স্টোরের অফিস থেকে চুরি যাওয়া ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। শনিবার সকালে অফিসে এসে লিকি গ্রামের কোল্ড স্টোরের ক্রেতা আধিকারিক উজ্জ্বল কর্মকার দেখেন, পাশের ঘরের দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ল্যাপটপ এবং যন্ত্রাংশ উধাও। তিনি তৎক্ষণাৎ বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অল্প সময়ের মধ্যেই অভিযুক্তের হদিশ মেলে।
রবিবার বাদলকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, দ্রুত তদন্ত চালিয়ে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হবে।
Post Comment