নিজস্ব প্রতিনিধি , হুড়া :
বিশালাকার একটি গোখরো সাপ উদ্ধারের ঘটনা ঘটল পুরুলিয়া জেলার হুড়া থানার কেশরগড় গ্রামে। মঙ্গলবার সকাল ওই গ্রামের বাসিন্দা বাসিন্দা লিবু বাউরির তার বাড়ির কড়ি কথে সিলিং ফ্যানের পাশে ঝুলতে দেখেন প্রায় ৫ ফুট লম্বা ও প্রায় ২ কেজি ওজনের একটি গোখরো সাপ। যার ফলে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার। পরে ঘটনার খবর দেওয়া হয় কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের। পরে বনদপ্তরের কর্মীরা ঘন্টাখানেক চেষ্টায় বিষধর ওই সাপটিকে উদ্ধার করে রাকাব সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেয়।
স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কেটে গেলেও সচেতনতার বার্তা দিয়েছেন বনদপ্তরের কর্মীরা। তাঁরা বলেন “গ্রামে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরে খবর দিতে।”




Post Comment