নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
বাড়ির বিছানায় যুবতীর গলা কাটা মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুরে। মৃতার নাম মামনি দুবে (৩২)। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ডেমরা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। তাঁর স্বামী দেবাশীষ দুবে রঘুনাথপুরের একটি ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করেন। রঘুনাথপুর পুর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া রোডের ভন্দুর মোড়ের অদূরে একটি বাড়ি ভাড়া নিয়ে বছর খানেক ধরে থাকতে শুরু করেন তাঁরা । তাদের এক সন্তান আছে। সে থাকে মামা বাড়িতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার স্বামী কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। দুপুরে স্ত্রীকে মোবাইলে বার বার ফোন করলেও তিনি ফোন না ধরায় চিন্তিত হয়ে বাড়িতে আসেন দেবাশীষ। এসে তিনি দেখেন বিছানার মধ্যে গলা কাটা অবস্থায় পড়ে আছেন মামনি। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। স্থানীয় মানুষজনের সাহায্যে রঘুনাথপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। খুনের মামলা রুজু হয়েছে রঘুনাথপুর থানায়। কে এবং কেনো ওই মহিলাকে খুন করল তদন্তের প্রধান বিষয় সেটাই।
Post Comment