insta logo
Loading ...
×

বাড়িতে কান্নার রোল, ভিন রাজ্যে যুবকের মৃত্যু

বাড়িতে কান্নার রোল, ভিন রাজ্যে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বাড়িতে উঠল কান্নার রোল। বছর ২৩ এর তরতাজা যুবক বাড়ি ফিরল নিথর হয়ে। দিন পনেরো আগে এক ঠিকা শ্রমিকের অধীনে অন্ধ্রপ্রদেশ কাজ করতে গিয়েছিল বরাবাজার থানার হেরবনা গ্রামের যুবক নরেশ ওরাং। একটি নির্মীয়মান আবাসনে কাজ করছিল সে। শনিবার সকালে কাজ করার সময় ইলেক্ট্রিক শক লাগে তার। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। সেখানে মৃতদেহটি ময়নাতদন্তের পর সোমবার সকালে কফিনবন্দি মরদেহ পৌঁছায় বাড়িতে।

নরেশরা তিন ভাই। সে ছিলো মেজো। দু বছর আগে বিয়ে হয়েছিল তার। বাড়িতে স্ত্রী, এক বছরের মেয়ে, বাবা – মা ও দাদার পরিবার আছে।তার অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে ওই পরিবার।

Post Comment