নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক তরুণীর দেহ। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার উলিডি গ্রামে। মৃত তরুণীর নাম সীমা তন্তুবায় (১৯)। তিনি বলরামপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর বারোটা নাগাদ বাড়িতে কেউ না থাকায় সীমা নিজের ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ওড়না জড়িয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশের এটি আত্মহত্যার ঘটনা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে।







Post Comment