নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি:
ট্রাক্টর সারাই করতে গিয়ে ঠিকাদারকে মারধর ও খুনের হুমকি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার দেখানো জায়গা থেকে উদ্ধার হল গুলি ভর্তি ৭ এম এম পিস্তল।
ঘটনা বাঘমুন্ডি থানার জিলিং গ্রামের। পুলিশ সূত্রে খবর, গত বুধবার এই থানারই বীরগ্রামের বাসিন্দা কেশব চন্দ্র কুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ট্রাক্টর সারাই করতে গিয়ে জিলিং গ্রামে গিয়েছিলেন তিনি। সেখানেই হুড়ুমদা গ্রামের বাসিন্দা হাসিম ওরফে নেড়া মোমিন তাকে মারধর করে। আরও অভিযোগ , গুলি ভর্তি পিস্তল দেখিয়ে খুনের হুমকি দেয় নেড়া। ঘটনাস্থলে কেশববাবুর ভাই পৌঁছে গেলে কোনও রকমে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। পুলিশি জেরায় বেরিয়ে আসে, নেড়া মোমিনের বিরুদ্ধে ঝাড়খণ্ডে একাধিক অপরাধের মামলা রয়েছে।
হেফাজতে থাকাকালীন নেড়ার দেখানো পথে তদন্তকারীরা হুড়ুমদা গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি ৭ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। হেফাজত শেষে শুক্রবার ফের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment