নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
চোলাই পাচারের পথে পুলিশের জালে এক যুবক। বুধবার গভীর রাতে জাতীয় সড়ক ধরে মোটর বাইকে করে ঝাড়খণ্ডের দিকে চোলাই মদ নিয়ে যাচ্ছিল সে। আগাম খবরের ভিত্তিতে বলরামপুর কলেজের অদূরে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দীনবন্ধু কুমার। বাড়ি বলরামপুর থানার কায়রাডি গ্রামে। তার কাছ থেকে একটি মোটর বাইক এবং প্লাস্টিকের ড্রামে ভর্তি প্রায় ৩৫ লিটার চোলাই বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment