insta logo
Loading ...
×

বর্ষার বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া

বর্ষার বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সাধারণ বর্ষার বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া। গত কয়েক দিনের তুলনায় বুধবার পুরুলিয়া জুড়ে বৃষ্টি অনেকটাই বেড়েছে। আগামী কয়েকদিনও এরকমই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হবে পুরুলিয়া জুড়ে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ১৫.৬, জয়পুর – ৩২.২, ঝালদা – ১৪.৬, বাঘমুণ্ডি – ০, মানবাজার – ৩.০, বলরামপুর – ৫.২, বরাবাজার – ৬.২, নিতুড়িয়া – ৩০.৬, সাঁতুড়ি – ৫.৪, পুঞ্চা – ৯.৪, হুড়া – ২.৪, কাশীপুর – ১৭.২, পাড়া – ১৬.০। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১২.১৪ মিমি।

বুধবার জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩২.৫° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫° সেলসিয়াস।

Post Comment