নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বরাবাজারে। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান মৃতার বয়স আনুমানিক ৫০ বছর।
বৃহস্পতিবার সকালে বরাবাজারের ধারগ্রামে একটি বন্ধ ক্রেশার মেশিনের পিছনে দেহটি ভাসতে দেখেন এলাকার মানুষজন। পরে ঘটনার খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান কয়েকদিন আগে মৃত্যুর হয়ে থাকতে পারে। যার ফলে দেহটি ফুলে গিয়েছে। এলাকার মানুষ পুলিশকে জানিয়েছে কয়েক সপ্তাহ আগে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক মহিলা ঘুরে বেড়াচ্ছিলেন। এটি তারও মৃতদেহ হতে পারে। সেই মহিলার ছবিও পেয়েছে পুলিশ। মহিলার শাড়ি ও প্রসাধনী সামগ্রী ওই ছবির সঙ্গে মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ।
Post Comment