নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
লেবু বাগানের জঙ্গল থেকে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বরাবাজারে। বরাবাজার রেঞ্জ কার্যালয়ের পিছনে জঙ্গল থেকে উদ্ধার হয় দেহ । মৃতার নাম মামনি সিং সর্দার (১৯)। সে বরাবাজার থানার অন্তর্গত পুইজাঙ্গা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দারা ওই তরুণীর দেহ একটি বেল গাছে ওড়নার ফাঁসে ঝুলতে দেখে বরাবাজার থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামনির বিয়ে হয়েছিল বলরামপুর থানার গাদো গ্রামে। তবে সম্প্রতি সে কোলের সন্তানসহ বাপের বাড়িতেই বসবাস করছিল। দু’দিন আগে মায়ের কাছে সন্তানকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়।আর ফিরে আসেনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার অর্থাৎ দেহ উদ্ধারের একদিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বুধবার, দেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তে পাঠানো হবে।
Post Comment