insta logo
Loading ...
×

বন্যার ত্রাণে অর্থ সংগ্রহ এসইউসিআই-র

বন্যার ত্রাণে অর্থ সংগ্রহ এসইউসিআই-র

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

বন্যার কবলে পড়ে থাকা জেলাগুলির পাশে দাঁড়াতে
পুরুলিয়ায় এগিয়ে এল এসইউসিআই ( কমিউনিস্ট )। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর পুর এলাকায় বন্যা ত্রাণের জন্য তাদের অর্থ সংগ্রহ অভিযান চলে। ‌বন্যায় আটকে থাকা মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ। টানা ঝড়-বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। এখনও পর্যন্ত জলমগ্ন বেশ কয়েকটি জেলা। তাই তাদের পাশে দাঁড়াতেই এই অর্থ সংগ্রহের উদ্যোগ। এদিনের এই কর্মসূচীর নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা কমিটির উত্তর সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা।
দলের নেতা স্বদেশপ্রিয় মাহাতো বলেন , ” অজয়, ময়ূরাক্ষী, দামোদর সহ একাধিক নদীতে জল বেড়ে গিয়েছে। ‌এই নদীগুলি থেকে জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলা জলের নিচে। বন্যার কবলে পড়েছেন বহু মানুষ। ফলে নানান সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। তাই সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের কাজ চলছে। এই অর্থ সংগ্রহ করে তা দিয়ে বন্যা কবলিত জেলাগুলোর মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই প্রয়াস। “

Post Comment