insta logo
Loading ...
×

বন্ধ হচ্ছে বানজোড়া গ্রাম পঞ্চায়েত?

বন্ধ হচ্ছে বানজোড়া গ্রাম পঞ্চায়েত?

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:

হ্যাঁ। বন্ধই হয়ে যাচ্ছে বরাবাজার ব্লকের বানজোড়া গ্ৰাম পঞ্চায়েত। পঞ্চায়েত কার্যালয় অন্যত্র স্থানান্তরিত করার প্রক্রিয়া প্রায় শেষের মুখে। শুক্রবার জায়গা নির্বাচন করে ফেলল প্রশাসন। উপস্থিত ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শশধর মুদি, বানজোড়া গ্রাম পঞ্চায়েত প্ৰধান কবিতা মাহাতো সহ ব্লক ও পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ। জানা যায়, বানজোড়া গ্রাম পঞ্চায়েত ভবনটি রয়েছে এই গ্রামের মধ্যেই। কিন্তু পঞ্চায়েত ভবনটির এতটাই ভগ্নদশা যে আতঙ্কের মধ্যে দিন কাটতে হয় প্রত্যেককে। বিল্ডিং মেরামতের এর কাজ শুরু করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়, এমনটাই অভিযোগ। তাই বিভিন্ন দপ্তরে পঞ্চায়েত ভবন অন্যত্র স্থানান্তর করার আবেদন জানিয়েছিল পঞ্চায়েত । সেই আবেদনে সাড়া দিয়ে প্রশাসন পঞ্চায়েত ভবনটি অন্যত্র স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করলো। ইতিমধ্যেই নতুন ভবন তৈরির জমি নির্বাচন করে ফেলল প্রশাসন।

Post Comment