নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জঙ্গলমহলের পুরুলিয়ায় বনদফতরের বিভিন্ন বৃক্ষরোপণ প্রকল্পে চলছে রাজ্য বন দফতরের উচ্চপদস্থ কর্তাদের ধারাবাহিক পরিদর্শন। কংসাবতী দক্ষিণ বন বিভাগের পর বৃহস্পতিবার পুরুলিয়া বনবিভাগের একাধিক প্রকল্প এলাকায় পরিদর্শনে যান রাজ্যের মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) বিদ্যুৎ সরকার। তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ এবং এডিএফও সায়নী নন্দী।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন ফর ক্লাইমেট চেঞ্জ রেসপন্স , পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য উন্নয়ন প্রকল্পের অধীনে গড়ে ওঠা মোট পাঁচটি বৃক্ষরোপণ এলাকার কাজ এদিন খতিয়ে দেখেন মুখ্য বনপাল।
এর মধ্যে অযোধ্যা বনাঞ্চলের রাঙা মৌজা ও ঝালদা রেঞ্জের কুটিডিহ মৌজায় পশ্চিমবঙ্গ বন ও জীববৈচিত্র সংরক্ষণ প্রকল্পের অর্থে ১০ হেক্টর করে মিশ্র বৃক্ষরোপণ হয়েছে। অন্যদিকে মাঠা রেঞ্জের সুখরিডোবা ও বাঘমুণ্ডি রেঞ্জের কালিমাটি মৌজায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তত্ত্বাবধানে ৫ হেক্টর করে মিশ্র বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া জয়পুর রেঞ্জের জয়পুর মৌজায় রাজ্য উন্নয়ন প্রকল্পের অধীনে ১০ হেক্টর এলাকাজুড়ে দ্রুতবর্ধনশীল প্রজাতির বনসৃজনের কাজ পরিদর্শন করেন মুখ্য বনপাল।
সকাল থেকে শুরু হওয়া এই পরিদর্শন চলে বিকেল পর্যন্ত। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি প্রকল্পের মানোন্নয়ন ও বাস্তবায়নের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার।





Post Comment