insta logo
Loading ...
×

ফাঁকা বাড়িতে ভেন্টিলেটর ভেঙে এ কী করল চোর?

ফাঁকা বাড়িতে ভেন্টিলেটর ভেঙে এ কী করল চোর?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুরুলিয়া শহরের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে পড়ে এবং নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে শহরের ১১ নম্বর ওয়ার্ডের তেলকলপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলকলপাড়ার বাসিন্দা সুরেশ রায় গত শনিবার তালা বন্ধ করে গ্রামের বাড়ি যান। সোমবার রাতে ফিরে এসে তিনি দেখতে পান বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখেন, আলমারি খোলা, এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

সুরেশবাবুর অভিযোগ, চোরেরা তাঁর ঘর থেকে নগদ ২০ হাজার টাকা এবং লক্ষাধিক টাকার সোনার অলংকার** চুরি করেছে। খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে।

মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Post Comment