নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
একেবারে পুরুলিয়া শহরে দুর্ধর্ষ চুরি। দুষ্কৃতীদের হানা গৃহস্থের বাড়িতে। বাড়ি ফাঁকা পেয়ে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার অলংকার চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ইন্দ্রপ্রস্থ কলোনীর অরবিন্দ সরণীর বাসিন্দা অভীক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ইতিমধ্যেই বাড়ির মালিক অভীক বাবু পুরুলিয়া সদর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভীক বাবু পুলিশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতীরা তার বাড়িতে হানা দিয়ে সব চুরি করে নিয়ে পালিয়ে যায়। পুলিশ এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment