insta logo
Loading ...
×

প্রৌঢ়ের জলে ডুবে মৃত্যু

প্রৌঢ়ের জলে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:

জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাদল বাউরি। তার বাড়ি পুঞ্চা ব্লকের গোপালপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গ্রামের একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই প্রৌঢ়। আর সেখানেই জলে নেমে তলিয়ে যান তিনি। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। এর পর বিকেলে ওই পুকুরের জলে তার দেহটি ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিশ।

Post Comment