নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
এক যুবকের মৃত্যুতে তার প্রেমিকার বিরুদ্ধে উঠল আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়েছে কাশিপুর এলাকায়। পুলিশ জানায়,মৃত যুবকের নাম রীতেশ গরাই (১৮)। বাড়ি কাশিপুর থানার উপর পাড়ায়। রবিবার বিকালে বাড়ির দোতলায় ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান বাড়ির লোকেরা। দ্রুত উদ্ধার করে কাশিপুর কল্লোলি ব্লকস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ছেলের অপমৃত্যুর ঘটনায় আদ্রা থানার পলাশকোলা গ্রামের এক কিশোরীর বিরুদ্ধে কাশিপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান মৃত যুবকের মা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment